কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি’র এলাকা পরিচালক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় (এলাকা নম্বর ০১) এলাকার এলাকা পরিচালক পদে নির্বাচিত হয়েছেন মোঃ আনিসুজ্জামান খোকন। সোমবার (১২ ডিসেম্বর) প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ হেকমত উল্লাহ প্রার্থীতা প্রত্যাহার করে নেন। নির্বাচন কমিশন মোঃ রাগীব আল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি’র ১ নং এলাকার এলাকা পরিচালক পদে দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তাঁরা হলেন মোঃ আনিসুজ্জামান খোকন এবং মোঃ হেকমত উল্লাহ।
এদিকে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি (কিশোরগঞ্জ-১) এলাকায় আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় একমাত্র বৈধ প্রার্থী হিসেবে মোঃ আনিসুজ্জামান খোকনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। ফলে ওই এলাকায় এলাকা পরিচালক পদে আর কোনো নির্বাচন হবে না।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলাকা পরিচালক মোঃ আনিসুজ্জামান খোকন বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাঁর মনোনয়ন পত্র তুলে নিয়েছেন তাকে অনেক ধন্যবাদ। তিনি মনোনয়ন পত্র তুলে নেয়ায় আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত করা হয়েছে। আমি কিশোরগঞ্জ-১ এলাকার গ্রাহকদের সেবায় নিয়োজিত থাকব।
নির্বাচন কমিশন মোঃ রাগিব আল হাসান বলেন, নির্বাচনের তফসিল অনুযায়ী ১২ তারিখ প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ছিল। নির্বাচন বিধিমালা অনুযায়ী কেউ প্রার্থীতা প্রত্যাহার করলে যদি আর প্রতিদ্বন্দ্বি না থাকে তাহলে একজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
Comments
comments