পুলিশের নানা কর্মকান্ডের জবাবদিহিতা মূলক কর্মকান্ডের অংশ হিসেবে কিশোরগঞ্জ মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৪ সেপ্টেম্বর) বিকালে থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দাউদ। এ সময় নানাবিধ অপরাধ থেকে মুক্ত রাখতে পুলিশের পাশাপাশি সর্বস্তরের জনগণকে সহযাগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য আহবান জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
এ সময় বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ আল-আমিন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অ্যাডভোকেট ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, সাবেক জেলা মুক্তিযুদ্ধা কমান্ডার এ.বি সিদ্দিক, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি রিপন রায় লিপু, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব মো. শহিদুল ইসলাম ভূইয়া, যশোদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল হক বাবুল হাজী, মারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান হলুদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কিশোরগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মোখলেছুর রহমান।
Comments
comments