কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা নিতে ও অসচ্ছল শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে শিক্ষা লোন প্রদানের আহবান জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে কুবি শাখা ছাত্রলীগ।
রোববার (১ নভেম্বর) সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের স্বাক্ষরিত এ স্মারকলিপিটি প্রদান করা হয়।
স্মারকলিপিতে ছাত্রলীগ ৩টি বিষয় উল্লেখ করেছে, যথাযথ স্বাস্থ্য বিধি মেনে দ্রুত সময়ের মধ্যে স্নাতক (শেষ বর্ষ ২য় সেমিস্টার) ও স্নাতকোত্তর (শেষ বর্ষ ২য় সেমিস্টার) চূড়ান্ত পরীক্ষা নেয়ার উদ্যোগ গ্রহণ করা, শিক্ষার্থীদের অনলাইন শিক্ষা কার্যক্রমে শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে যে কোনো সিম কার্ড এর সাথে ফ্রি সিম কার্ড ও পর্যাপ্ত ডাটা প্যাক এর চুক্তি সম্পন্ন করা ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের ডিভাইস (স্মার্টফোন/ল্যাপটপ) ক্রয়ের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে শিক্ষা লোন প্রদান করা।
Comments
comments