ঢাকাসোমবার , ১৪ জুলাই ২০২৫
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে বজ্রপাতে কৃষক নিহত

প্রতিবেদক
Kolom 24
জুলাই ১৪, ২০২৫ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বজ্রপাতে এক কৃষক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের কাজীর মোড়ের পাশে কৃষি জমিতে এ বজ্রপাতের ঘটনাটি ঘটে।

নিহত কৃষক মোঃ আসমত আলী (৬০), কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব গোবরিয়া ফালু মাস্টারের বাড়ির মৃত সাহেব আলীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মোঃ আসাদুল হক মঞ্জু জানান, নিহত আসমত আলীর পরিবারের লোকজন ঢাকায় থাকেন আর আসমত বাড়িতে কৃষি কাজ করেন। গতকাল রবিবার থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোজাখুজির পর বন্দে কৃষি জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

এ বিষয়ে কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন পিপিএম জানান, ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ ফোর্সসহ হাজির হয়ে লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বজ্রপাতে নিহত হয়েছে। তবে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জেনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments

comments