কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা থেকে ১ হাজার ২’শ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ। সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার আগরপুর পশ্চিমপাড়া জনৈক আঃ কদ্দুছের চায়ের দোকানের সামনে আগরপুর টু বাজিতপুরগামী পাকা রাস্তার এলাকা থেকে তাদের আটক করে জেলা গোয়েন্দা শাখা পুলিশের সদস্যরা।
আটক ব্যক্তিরা হল- সদর উপজেলার কয়ারখালি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মনজুরুল (৪২) ও লক্ষীপুর জেলার লক্ষীপুর সদর উপজেলার শ্যামগঞ্জ গ্রামের আঃ শুক্করের ছেলে মোঃ রাসেল (২২)।
কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কুলিয়ারচর উপজেলার আগরপুর পশ্চিমপাড়া জনৈক আঃ কদ্দুছের চায়ের দোকানের সামনে আগরপুর টু বাজিতপুরগামী পাকা রাস্তার এলাকায় মাদক কারবারিরা মাদক ক্রয় বিক্রয় করছে। জেলা গোয়েন্দা শাখা পুলিশের একটি টিম তথ্যের সত্যতা নিশ্চিত করার পর অভিযান পরিচালনা করে মনজুরুল ও মোঃ রাসেল নামে দুই ব্যক্তিকে আটক করে ১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা শাখা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনজুরুল ও রাসেল মাদক কারবারের সাথে জড়িত বলে আমাদের জানায়। তাদের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Comments
comments