ঢাকামঙ্গলবার , ১১ এপ্রিল ২০২৩
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে ৩শ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

প্রতিবেদক
Kolom 24
এপ্রিল ১১, ২০২৩ ১০:১৩ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৩শ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত মাদক কারবারি ইমন মিয়া (২০) ভৈরব উপজেলার পঞ্চবটি গ্রামের আবু মিয়ার বাড়ীর ভাড়াটিয়া ও ফাইজ উদ্দিনের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফার সার্বিক নির্দেশনায় এবং কুলিয়ারচর থানার এসআই সাইফুল্লাহ আকন্দ, এসআই রাসেল মিয়া ও সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার (১০ এপ্রিল) রাতে ছয়সূতী ইউনিয়নের লোকমানখার কান্দি অষ্টগ্রাম অটো রাইস মেইলের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে থেকে ৩শ পিস ইয়াবাসহ ইমন মিয়াকে আটক করা হয়।

পরে আটককৃত মাদক কারবারি ইমন মিয়ার বিরুদ্ধে কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শনিবার (১১ এপ্রিল) বিকালে কিশোরগঞ্জে বিজ্ঞ আদালতে প্রেরণ করে পুলিশ।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, কুলিয়ারচর থানা এলাকা থেকে মাদক নির্মূলে মাদকের বিরুদ্ধে কুলিয়ারচর থানার এ ধরণের অভিযান সবসময় অব্যাহত আছে থাকবে।

Comments

comments