ঢাকারবিবার , ২০ আগস্ট ২০২৩
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

গিয়েছিল মাইজভান্ডার দরবারে; ফেরার পথে বাস খাদে, আহত ২৫

প্রতিবেদক
Kolom 24
আগস্ট ২০, ২০২৩ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনা থেকে বাস ভরে ভক্তরা গিয়েছিলেন মাইজভান্ডার দরবার শরীফ। ফেরার পথে বাস খাদে পড়ে গিয়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন। রোববার (২০ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের রশিদাবাদ ইউনিয়ন পরিষদের সামনে সগড়া এলাকায় এ ঘটনা ঘটে। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার (১৮ আগস্ট) নেত্রকোনার কলমাকান্দা সদর ইউনিয়ন ও রংছাতি ইউনিয়নের কয়েকটি গ্রামের ৬০ জন ভক্ত নিয়ে ইমাম পরিবহনের একটি বাস চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে যায়। রোববার বাড়ি ফি‌র‌ছিল তারা। কিশোরগঞ্জের সদর উপজেলার কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের রশিদাবাদ ইউনিয়ন পরিষদের সামনের রাস্তায় পিছন দিক থেকে আসা একটি বাস ইমাম পরিবহনের বাসটিকে অতিক্রম করার চেষ্টা করে। সেই বাসটি ইমাম পরিবহনের বাসকে চাপ দেয় পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে শিশু ও মহিলাসহ প্রায় ২৫ ভক্ত আহত হয়। এদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এদিকে বাস খাদে পড়ে যাবার পরপরই বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

মাইজভান্ডারের ভক্ত বাস যাত্রী মো. ফুল মিয়া বলেন, আমরা মাইজভান্ডার দরবার শরিফে গিয়েছিলাম। ফেরার পথে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। আমাদের অনেক লোক আহত হয়েছেন।

কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তাজরীন তৈয়ব বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে ২জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। হাসপাতালে এখন কেউ ভর্তি নেই। সবাই চলে গেছে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবুজর গিফারী বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। আমাদের উদ্ধার অভিযান শেষ হয়েছে। এ ঘটনায় কেউ নিহত হয়নি।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, এ ঘটনায় ২০-২৫ জন আহত হয়েছেন। তাঁরা অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments

comments