ঢাকাসোমবার , ৬ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. বিনোদন
  7. ভিডিও গ্যালারি
  8. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

জমি দখলের অভিযোগ মিথ্যা, তানভীর নিজেই তার জায়গা আমার নানুকে বুঝিয়ে দিয়েছেন- সংবাদ সম্মেলনে বিএনপি নেতা

প্রতিবেদক
Kolom 24
অক্টোবর ৬, ২০২৫ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে ব্যবসায়ী ও পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মো. রুবেল হোসেনের বিরুদ্ধে ‘উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা সংবাদ’ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৬ অক্টোবর) দুপুরে শহরের গাইটাল এলাকায় নিজ বাসভবনে তিনি এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

বক্তব্যে রুবেল হোসেন বলেন, সম্প্রতি কিছু গণমাধ্যমে আমার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনে সংবাদ প্রকাশিত হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। ওই সংবাদের মাধ্যমে একটি চক্র আমার সামাজিক ও রাজনৈতিক সম্মানহানির ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, “সংবাদে স্থানীয় তানভীর আহমেদ নামে এক ব্যক্তির জমি দখলের অভিযোগ আনা হয়েছে। কিন্তু বাস্তবে এমন কোনো ঘটনা ঘটেনি। আমার নানু তানভীর আহমেদের কাছে প্রায় ১২ লাখ টাকা পায়—এ কথা পুরো এলাকাবাসী জানে। এই বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে, যেখানে উপস্থিত গন্যমান্য ব্যক্তিদের সিদ্ধান্তক্রমে তানভীর নিজেই তার জায়গা আমার নানুকে বুঝিয়ে দিয়েছেন। এতে আমার কোনো ব্যক্তিগত সংশ্লিষ্টতা নেই।”

রুবেল অভিযোগ করে বলেন, “উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি মহল আমাকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে, যা আমার ব্যক্তিগত মর্যাদা ও রাজনৈতিক অবস্থান ক্ষুণ্ন করার অপচেষ্টা।”

রুবেল হোসেনের দাবি, আমি রাজনৈতিকভাবে সক্রিয় একজন কর্মী। আমাকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আমি প্রশাসনের কাছে এ বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে স্থানীয় গন্যমান্য ব্যক্তি, রাজনৈতিক সহকর্মী ও রুবেলের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত শুক্রবার রাতে শহরের গাইটাল ফার্মের মোড়ে জেলা বিএনপির সাবেক সদস্য তানভীরের বাড়িতে জমি দখল চেষ্টার অভিযোগে রুবেল হোসেনের বিরুদ্ধে অভিযোগ ওঠে।

Comments

comments