ঢাকাশনিবার , ১৪ নভেম্বর ২০২০
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

জর্জিয়ায় ভোট পুনর্গণনাতে বাইডেনের জয়

প্রতিবেদক
Kolom 24
নভেম্বর ১৪, ২০২০ ১০:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

২৮ বছর পর জর্জিয়ায় রিপাবলিকানদের হারালেন ডেমোক্র্যাটরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জর্জিয়ায় ভোট পুনর্গণনাতেও জয়ী হয়েছেন। প্রায় ১১ দিন পর শেষ হলো মার্কিন নির্বাচনের ভোটগণনা। জো বাইডেনের মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা ৩০৬টি।

১৯৯২ সালের পর প্রথম কোন ডেমোক্র্যাট প্রার্থী জর্জিয়ায় জয় পেল। এর আগে রিপাবলিকানদের ঘাঁটি অ্যারিজোনাতেও জয় পান বাইডেন। অন্যদিকে নর্থ ক্যারোলাইনায় জয় পেয়ে ট্রাম্পের ভোট দাঁড়িয়েছে ২৩২।

২০১৬ সালের নির্বাচনে একই ব্যবধানে হিলারি ক্লিনটনকে হারিয়ে জয়ী হয়েছিলেন রিপাবলিকান নেতা ট্রাম্প। তখন এটিকে নিরঙ্কুশ বিজয় বলে ঘোষণা করেছিলেন তিনি। তবে এবারের নির্বাচনে এখনও পরাজয় স্বীকার করেননি ডোনাল্ড ট্রাম্প।

গত ৩রা নভেম্বরের মার্কিন নির্বাচনে ভোটগ্রহণ হয়। গণনা শুরুর প্রায় তিনদিন পার হওয়ার পরও কে জয় পেয়েছেন তা নিয়ে দোলাচল ছিল। কিন্তু পরে পেনসিলভেনিয়ার দখল নিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ইলেকটোরাল ভোট নিশ্চিত করেন বাইডেন। ডিসেম্বরে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।

Comments

comments