ঢাকাসোমবার , ২৪ জানুয়ারি ২০২২
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

জিতল ঢাকা!

প্রতিবেদক
Kolom 24
জানুয়ারি ২৪, ২০২২ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ফরচুন বরিশালের দেওয়া ১৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে ১০ রানেই ৪ উইকেট হারিয়ে বসে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল মিনিস্টার ঢাকা। তবে সেই ধ্বংসস্তূপ থেকেই টেনে তুলে ঢাকাকে চলতি আসরের প্রথম জয় উপহার দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, শুভাগত হোম এবং আন্দ্রে রাসেল।মিরপুরে বঙ্গবন্ধু বিপিএলের পঞ্চম ম্যাচে ফরচুন বরিশালকে ৪ উইকেটে হারিয়েছে মিনিস্টার ঢাকা।

যেখানে টসে হেরে প্রথমে ব্যাট করে সাকিব, গেইল, ব্রাভো – তিন অভিজ্ঞের ব্যাটে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে বরিশাল। জবাবে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, শুভাগত হোম এবং আন্দ্রে রাসেলদের ব্যাটিং দৃঢ়তায় ৬ উইকেটে ১৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা।সোমবার শুরুতেই বরিশালের দুই পেসার শফিকুল ইসলাম এবং আলজারি জোসেফের বোলিং তোপে ৪ উইকেট হারিয়ে বসা ঢাকা, পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদ এবং শুভাগত হোমের দারুণ এক পার্টনারশিপে ঘুরে দাঁড়ায়। দলকে খাদের কিনারা থেকে টেনে তুলে এ জুটিতে তারা স্কোরবোর্ডে যোগ করেন ৫৯ রান।

২৫ বলে ২৯ রান করে ডিজে ব্রাভোর শিকার হয়ে শুভাগত সাজঘরে ফিরলে ভাঙে এই জুটি। তবে ষষ্ঠ উইকেটে ফের একবার আন্দ্রে রাসেলকে নিয়ে জুটি বাঁধেন ঢাকার দলপতি রিয়াদ। এ জুটিতে তারা ৫০ রান যোগ করে নিশ্চিত করেন ঢাকার প্রথম জয়।

যদিও দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। দলীয় ১২৯ রানে ব্যক্তিগত ৪৭ (৪৭) রানে সাকিবের টি-টোয়েন্টি ক্রিকেটের ৪০০তম শিকার হয়ে সাজঘরে ফিরেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। অবশ্য পরের বলেই জয় তুলে নেয় ঢাকা।
অন্যদিকে ৩ চার আর ২ ছক্কায় ১৫ বলে ৩১ রানে অপরাজিত ছিলেন আন্দ্রে রাসেল, যিনি কিনা বল হাতেও ২৭ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। তবে ৪৭ রান আর ১ উইকেট শিকার ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন মাহমুদউল্লাহ রিয়াদই।

এর আগে সোমবার টসে হেরে ব্যাটিং নেমে চতুর্থ ওভারের পঞ্চম বলে দলীয় ২১ রানে প্রথম উইকেট হারায় ফরচুন বরিশাল। যেখানে শুভগত হোমের বলে লংঅনে নাঈম শেখের হাতে ক্যাচ দিয়ে ৫ রানে সাজঘরে ফিরেন নাজমুল হোসেন শান্ত। এরপর দলীয় ২৩ জোড়া উইকেট হারিয়ে বসে বিপাকে পড়ে বরিশাল।হাসান মুরাদের শিকার হয়ে সৈকত আলী (১৫) এবং আন্দ্রে রাসেলের শিকার হয়ে তৌহিদ হৃদয় (০) সাজঘরে ফিরেন। তবে চতুর্থ উইকেটে ক্রিস গেইলকে নিয়ে জুটি বেঁধে প্রাথমিক সেই ধাক্কা সামাল দেন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।ছবি – বিসিবিযদিও সম্ভাবনা শুরু পরও ২ চার আর ১ ছয়ে ১৯ বলে ২৩ রানে রুবেল হোসেনের বলে উইকেটের পিছনে শেহজাদকে ক্যাচ দিয়ে দলীয় ৬০ রানে সাজঘরে ফিরেন সাকিব। থিতু হতে পারেননি করোনাকে জয় করে মাঠে ফেরা নুরুল হাসান সোহানও। মাত্র ১ রান করেই আউট হয়েছেন তিনি।তবে শুরুতে দেখেশুনে শুরু করা ক্রিস গেইল, আস্তে আস্তে নিজের খোলস ছেড়ে বেড়িয়ে নিজের চিরচেনা বিধ্বংসী রুপে ফেরার আভাস দিচ্ছিলেন। তবে ৩০ বলে ৩ চার আর ২ ছক্কায় ৩৬ রান করার পর ইসুরু উদানার শিকার হয়ে সাজঘরে ফিরেন ‘ইউনিভার্স বস’। একই ওভারে আউট হন জিয়াউর রহমানও।ছবি – বিসিবিতবে, শেষ পর্যন্ত অপরাজিত থেকে কার্যকরী এক ইনিংস খেলে বরিশালকে লড়াকু পুঁজি এনে দেওয়ার কৃতিত্বটা ক্যারিবিয়ান অলরাউন্ডার ডুয়াইন ব্রাভোর। যেখানে ৩ চার আর ১ ছক্কায় ২৬ বলে ৩৩* রানে অপরাজিত ছিলেন তিনি।

সংক্ষিপ্ত স্কোরঃ (টস- মিনিস্টার ঢাকা)
ফরচুন বরিশালঃ ১২৯/৮ (২০ ওভার); ব্রাভো ৩৬, গেইল ৩৬, সাকিব ২৩; রাসেল ২/২৭ উদানা ২/২৯।মিনিস্টার ঢাকাঃ ১৩০ (১৭.৩ ওভার); মাহমুদউল্লাহ ৪৭, রাসেল ৩১*, শুভাগত ২৯; শফিকুল ২/২০, জোসেফ ২/৩৪।ফলাফলঃ মিনিস্টার ঢাকা ৪ উইকেটে জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচঃ মাহমুদউল্লাহ রিয়াদ।

Comments

comments