এবারের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পিছিয়ে পড়ার ইঙ্গিত পেয়েই তার পক্ষ ত্যাগ করতে শুরু করেছেন হোয়াইট হাউসের অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বাইডেন এগিয়ে রয়েছেন। আর এতেই হোয়াইট হাউসের অনেক জ্যেষ্ঠ কর্মকর্তারা ট্রাম্পের সঙ্গ ত্যাগ করতে শুরু করেছেন।
সিএনএনের প্রতিবেদনে বলা হযেছে, বর্তমানে ভোটের যে অবস্থা, তাতে পেনসিলভানিয়া ও জর্জিয়ায় ট্রাম্পের পুনরায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা ক্রমেই কমে আসছে। প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ট্রাম্পের আর আশাবাদী হওয়ার মতো কিছু নেই বলে জানিয়েছেন তার একজন উপদেষ্টা।
সিএনএন-কে তিনি বলেন, বৃহস্পতিবার হোয়াইট হাউজে ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন সেটি ছিল এক ধরনের মিথ্যাচার।
Comments
comments