বাংলাদেশ ফ্যাশন রানওয়ে অ্যাওয়ার্ড ২০২৫-এর প্রথম আসরে ডিজিটাল মিডিয়া ক্যাটাগরিতে সম্মানজনক পুরস্কার পেয়েছেন সাংবাদিক লিটু হাসান। দেশের ফ্যাশন, সংস্কৃতি ও গণমাধ্যম অঙ্গনের অন্যতম আকর্ষণীয় এই আয়োজনটি অনুষ্ঠিত হয় রাজধানীর বিলাসবহুল পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ানে।
বর্ণাঢ্য আয়োজনে অংশ নেন দেশের বিনোদন, সংস্কৃতি, গণমাধ্যম ও উদ্যোক্তা জগতের একঝাঁক তারকা। আয়োজনের মূল লক্ষ্য ছিল সারা বছর বিভিন্ন ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের কাজকে স্বীকৃতি জানানো।
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে অ্যাওয়ার্ডের প্রথম মৌসুমে (সিজন-১) সেরা চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি কনটেন্ট, সংগীত, নৃত্য এবং সাংবাদিকতা—এই ছয়টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে সাংবাদিকতায় ডিজিটাল মিডিয়া বিভাগে পুরস্কৃত হন লিটু হাসান, যিনি দীর্ঘদিন ধরে অনলাইন সংবাদ ও বিনোদন সাংবাদিকতায় নিজের স্বতন্ত্র কাজের মাধ্যমে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন।
পুরস্কার গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশ করে লিটু হাসান বলেন, এই অ্যাওয়ার্ড পেয়ে এক অন্যরকম ভালোলাগা কাজ করছে। যখন ফ্যাশন শোর মাধ্যমে সংস্কৃতিমনস্ক মানুষদের কাজকে সম্মান জানানোর উদ্যোগ নেওয়া হয়েছিল, তখন দেশে এমন আয়োজন ছিল হাতে গোনা। তাই এই স্বীকৃতি আমার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।
তিনি আরও বলেন, এ আয়োজন সংস্কৃতিকর্মী ও সাংবাদিকদের জন্য নিঃসন্দেহে এক বড় অনুপ্রেরণা। এমন একটি সম্মানজনক সংগঠনের কাছ থেকে পুরস্কার পেয়ে আমি সত্যিই গর্বিত। ভবিষ্যতেও এই সম্মানের মূল্য ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করবো।”
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ ফ্যাশন রানওয়ে অ্যাওয়ার্ডের মাধ্যমে তারা প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে সৃষ্টিশীল ও প্রভাবশালী কাজকে স্বীকৃতি দিতে চান। তারা বিশ্বাস করেন, এ ধরনের স্বীকৃতি সংস্কৃতি ও বিনোদন অঙ্গনের কর্মীদের আরও অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, ফ্যাশনের মাধ্যমে সংস্কৃতি, গণমাধ্যম ও সৃজনশীলতাকে এক প্ল্যাটফর্মে এনে বাংলাদেশ ফ্যাশন রানওয়ে অ্যাওয়ার্ড সত্যিকারের একটি ইতিবাচক উদ্যোগ। এমন আয়োজনে ভবিষ্যতে তরুণ প্রজন্মও অনুপ্রাণিত হবে গুণগত কাজের মাধ্যমে দেশকে প্রতিনিধিত্ব করতে।
এই পুরস্কার প্রমাণ করে, ডিজিটাল যুগে সাংবাদিকতাও এখন সংস্কৃতি ও ফ্যাশন জগতের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। যেখানে লিটু হাসানের মতো পেশাদার সাংবাদিকরা তাদের নিষ্ঠা ও সৃজনশীলতার মাধ্যমে অনলাইন মিডিয়াকে আরও উচ্চতায় নিয়ে যাচ্ছেন।
