তুরস্কে শক্তিশালী ভুমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ জনে। ধ্বংসস্তুপের নিচে আটকে পড়াদের উদ্ধারে এখনো অভিযান চলছে। এদিকে ভূমিকম্পের ৩৪ ঘন্টা পর দেশটির পশ্চিমাঞ্চলে একটি আটতলা ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৭০ বছরের এক বৃদ্ধকে জীবিত উদ্ধার করা হয়েছে।
আন্তর্জাতিক বার্তাসংস্থা এপি’র খবরে বলা হয়েছে, গত শুক্রবারের (৩০ অক্টোবর) ওই ভূমিকম্পে তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৮০ জনে। আর গ্রিসের সামোস দ্বীপে মৃতের সংখ্যা ২ জনই রয়েছে।
তুরস্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, ইজমিরেই সব মৃত্যুর ঘটনা ঘটেছে। দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা বিভাগের (এএফএডি) হিসাব মতে, আহত হয়েছে সাড়ে ৯শ’রও বেশি মানুষ।
ভূমিকম্পের ফলে ইজমিরে ২০টি ভবন ধসে পড়ে। আটতলা একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে রোববার মধ্যরাতে আহমেদ সিতিম নামের ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে উদ্ধার করা হয়। তিনি এখন সুস্থ আছেন। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী এক টুইট-বার্তায় লিখেছেন, বৃদ্ধ আহমেত চিতিম তাকে বলেছেন, “আমি কখনই আশা ছাড়িনি।”
শুক্রবারের ভূমিকম্পটির কেন্দ্র ছিল সামোসের উত্তর-পূর্বে এজিয়ান সাগরে। ৭ মাত্রার এই ভূমিকম্পের প্রভাবে তুরস্কে সাথে সাথে কেঁপে ওঠে গ্রিস। এর প্রভাবে জলোচ্ছ্বাসও দেখা দেয়।
Comments
comments