কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা থেকে অপহৃত হওয়া ৭ বছর বয়সী শিশু খোকা মিয়াকে উদ্ধার ও অপহরণকারী মোঃ রাকিবকে (২১) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশন থেকে রাকিবকে আটক করে র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা। এর আগে গত মঙ্গলবার (০৫ ডিসেম্বর) দুপুরে গাজীপুর চৌরাস্তা থেকে ৭ বছর বয়সী শিশু খোকা মিয়াকে উদ্ধার করে র্যাব সদস্যরা।
আটক মোঃ রাকিব ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার চুয়ানো গ্রামের মৃত শফিকুলের ছেলে। অন্যদিকে উদ্ধার হওয়া শিশু খোকা মিয়া কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ঢাকী পূর্বহাটি গ্রামের দিদারুল ইসলামের ছোট ভাই। বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) সকালে র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি জানায় কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লীডার মো. আশরাফুল কবির।
সংবাদ সম্মেলনে তিনি জানান, কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বাসিন্দা দিদারুল ইসলাম। চাকুরির সুবাদে থাকেন গাজীপুরে। ওইখানে পরিচয় হয় (মোঃ) রাকিবের সাথে। পরিচয়ের সুবাদে রাকিব দিদারুল ইসলামকে ধর্মের ভাই বানান। এর কিছুদিন পর গত ১ ডিসেম্বর রাকিব বায়না ধরে দিদারের বাড়িতে বেড়ানোর। দিদার তার ধর্মের ভাইকে বাড়িতে নিয়ে আসেন। এর তিনদিন পর গত ৪ ডিসেম্বর মিঠামইন বাজারে বেড়ানোর কথা বলে দিদারের ৭ বছর বয়সী ছোট ভাই খোকা মিয়াকে বাড়ি থেকে নিয়ে যায়। পরে ওইদিন সন্ধ্যা ৬টার দিকে দিদারুলকে ফোন দেয় রাকিব। রাকিব ফোন দিয়ে দিদারকে বলেন, “৫০ হাজার টাকা না দিলে খোকা মিয়াকে জীবিত অবস্থায় ফিরে পাবে না।” পরে ওইদিন সন্ধ্যায় মিঠামইন থানায় সাধারণ ডায়েরি করেন দিদারুল ইসলাম।
কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লীডার মো. আশরাফুল কবির জানান, সাধারণ ডায়েরি করার পর মিঠামইন থানা পুলিশ বিষয়টি র্যাবকে জানায়। র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প তথ্য প্রযুক্তির সহায়তায় গত ৫ ডিসেম্বর অপহৃত খোকা মিয়াকে গাজীপুর চৌরাস্তা থেকে উদ্ধার করেন। কিন্তু পালিয়ে যায় রাকিব। রাকিবকে আটক করতে র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প গোয়েন্দা নজরদারি ও তথ্য প্রযুক্তির সহায়তা নেয়। পরে গত বুধবার (৬ ডিসেম্বর) ময়মনসিংহ রেলওয়ে স্টেশন এলাকা থেকে অভিযান পরিচালনা করে মোঃ রাকিবকে আটক করে র্যাব। বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) দুপুরে অপহৃত শিশু খোকা মিয়া ও অপহরণকারী রাকিবকে মিঠামইন থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার আশরাফুল কবির।
Comments
comments