ঢাকামঙ্গলবার , ১ ডিসেম্বর ২০২০
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

নকলায় নির্মানাধীন ব্রিজের গর্তে পড়ে ১৩টি গরু ও ১জন মানুষ নিহত

প্রতিবেদক
Kolom 24
ডিসেম্বর ১, ২০২০ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা শেরপুর মহাসড়কে নকলা উপজেলার কুর্শা বাদাগৈড় এলাকায় নির্মানাধীন ব্রীজের গর্তে গরু বাহিট্রাক নিমর্জিত হয়ে ঘটনার স্থলেই ১৩ টি গরু এবং ব্রীজের পাহারাদার নিহত হয়।

মঙ্গলবার দিবাগত শেষ রাতে ঢাকা মোট্রা-ট ১৩-৩০৪৫ নং একটি ট্রাক ৩২টি গরু বোজায় করে নিয়ে কুড়িগ্রাম জেলার রৌমারী থেকে কিশোরগঞ্জ জেলায় যাছিল বলে ট্রাকের সঙ্গে থাকা, কিশোরগঞ্জ জেলার গরুর পাইকার মো: নবি হোসেন জানিয়েছে , রাতের কুয়াশা কারণে ঘটনা স্থলে মহাসড়কের নির্মানাধীন একটি ব্রীজের কোন নিরাপত্তা বেষ্টনী না থাকায় পাশে বিকল্প রাস্তার খোঁজ না পেয়ে চালক ট্রাকটি সরাসরি ব্রীজের গর্তে নামিয়ে দেয়, উল্লেখ্য নির্মানাধীন ব্রীজের সামনে শুধু মাত্র ”সাবধান” লেখা একটি সাইনবোর্ড ছাড়া আর কোন নিরাপতা বেষ্টনী না থাকায় গরু বাহী ট্রাকটি সরাসরি ব্রীজের গর্তে ঢুকে পড়ে। ফলে ব্রীজের পাশে শুয়ে থাকা পাহারাদার ছোরহাব আলী (৫৫) ট্রাক চাপায় ঘটনার স্থলে নিহত হয় এবং ট্রাকটি ব্রীজের গর্তে নিমর্জিত হয়ে পড়ার ১৩টি গরু ঘটনার স্থলে মারা যায়।

খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনার স্থল থেকে পাহারাদারের ক্ষত বিক্ষত লাশ, ১৩ টি মৃত ও ২০টি জীবিত গরু উদ্ধার করেছে। গরুগুলো বর্তমানে নকলা থানা হেফাজতে রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, উপজেলা চেয়ারম্যান শাহ্ বোরহান উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন ও নকলা থানার ওসি মুসফিকুর রহমান ঘটনা স্থল পরিদর্শন করেছেন ।

Comments

comments