কোভিড-১৯ এর জেরে দীর্ঘদিন ঘরবন্দি ছিলেন ক্রিকেটাররা। করোনার পর নতুন চমক নিয়ে হাজির হলেন তাইজুল ইসলাম। নিজের স্বভাবজাত বোলিং অ্যাকশন বদলিয়ে নতুন অ্যাকশনে বল করা শুরু করেন এই বাঁহাতি স্পিনার। সেই অ্যাকশন ছিল অনেকটা ড্যানিয়েল ভেট্টোরির মতো।
বর্তমানে নেটে বোলিং করে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন জাতীয় দলের এই স্পিনার। সেখানেই দেখা গেলো, তার নতুন বোলিং অ্যাকশন।
নেটে তাইজুলকে দিকনির্দেশনা দিচ্ছেন কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। হাতের ইশারায় তাইজুলের নতুন অ্যাকশনের ভুলত্রুটি শুধরে দিচ্ছেন তিনি।
ঘনঘন অ্যাকশন পরিবর্তনে মানিয়ে নিতে পারবেন তাইজুল? সালাহউদ্দিন জানান, ‘এটা তো আমি বলতে পারবো না। তাইজুল ভালো বলতে পারবে, সোহেলও ভালো বলতে পারবে। আমি আসলে বাইরের লোক, আমার বলা উচিৎ হবে না।
Comments
comments