ভাসানচরে স্থানান্তরের পর প্রথম দিন সেখানে আনন্দেই কেটেছে রোহিঙ্গাদের। ভালো জীবন যাপনের সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট তারা। সরকার যে সুযোগ সুবিধা করে দিয়েছে তার প্রশংসা করে কক্সবাজারে আশ্রিত অন্য স্বজনদেরও ভাসানচরে আসার আহ্বান জানান রোহিঙ্গারা।
নোয়াখালীর ভাসানচরে নতুন জীবন শুরু করেছে রোহিঙ্গাদের প্রথম দলটি। কক্সবাজার থেকে প্রথম দলে চার’শ পরিবারের ১ হাজার ৬’শ ৪২ জন রোহিঙ্গাকে শুক্রবারে ভাসানচরে নেয়া হয়। স্থানান্তরের পর ভাসানচরে নতুন করে জীবন গোছানো শুরু করেছেন তারা।
ভাসনচরে যাওয়া রোহিঙ্গারা জানান, বিভ্রান্তিকর তথ্যের কারণে ভাসানচর সম্পর্কে তাদের বিরূপ মনোভাব ছিলো। তবে কোন চাপে নয় বরং স্বেচ্ছায়ই এসেছেন তারা। ভাসানচর আশ্রয়ন প্রকল্পের সুযোগ সুবিধায় সন্তুষ্ট তারা।
ভাসানচরে পৌঁছেই কর্মসংস্থানের সুযোগ পেয়ে খুশি রোহিঙ্গারা। উন্নত জীবনের লক্ষ্যে কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরিত হওয়ার আহ্বান তাদের।
কক্সবাজার থেকে এক লাখ রোহিঙ্গাকে পর্যায়ক্রমে ভাসানচরে স্থানান্তর করবে সরকার।
Comments
comments