ঢাকারবিবার , ৩ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

নরসুন্দা লেকসিটির পাশে অবৈধভাবে গড়ে ওঠা ফুটপাতের দোকানপাট উচ্ছেদ কার্যক্রম শুরু

প্রতিবেদক
Kolom 24
আগস্ট ৩, ২০২৫ ১১:৫২ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে “স্বচ্ছ নদী, সচেতন সমাজ-নদী পরিষ্কার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসুন্দা নদী পরিষ্কার-পরিছন্নতা অভিযান কার্যক্রম পরিচালিত হয়েছে। রোববার (৩ আগষ্ট) বিকেলে পৌর প্রশাসক ও এডিসি রেভিনিউ এবং ভারপ্রাপ্ত ডিডিএলজি মোহাম্মদ নাহিদ হাসান খান নরসুন্দা লেকসিটির পাশে অবৈধভাবে গড়ে ওঠা ফুটপাতের সকল দোকানপাট উচ্ছেদ করে এ কার্যক্রম শুরু করেন।

এছাড়া মাঠের ভিতরে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট শীঘ্রই উচ্ছেদ করা হবে বলে ঘোষণা দেন। ওই সকল দোকানপাট উচ্ছেদ না করা পর্যন্ত ওয়ান টাইম চায়ের কাপ, পলিথিন, বোতলসহ প্লাস্টিকের তৈরি অপচনশীল পণ্য ব্যবহার না করার জন্য সতর্ক করেন এবং অন্যান্য বর্জ্য নদীতে না ফেলে যার যার দায়িত্বে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় ডাস্টবিনে সংরক্ষণের জন্য নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ শফিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম মস্তান, সহকারী প্রকৌশলী মোঃ শহিদুল হক, উপ সহকারী প্রকৌশলী ফারুক আহমেদ, আজিজুল হক জুয়েল, সারোয়ার জাহান চৌধুরী ও কিশোরগঞ্জ পৌরসভার কর্মচারী সংসদের সভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া ও সেক্রেটারি আজিজুল হক রোকনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা, কর্মচারী বৃন্দ।

Comments

comments