কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে নাটোরের গুরুদাসপুরে আসন্ন পৌর নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বাছাইয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার চাঁচকৈড় বাজারে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আনিসুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ সভাপতি আহাম্মদ আলীসহ পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাধারন সম্পাদকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে আগামীতে গুরুদাসপুর পৌরসভা নিবার্চনে টানা দুইবারের মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহনেওয়াজ আলী মোল্লাকে পুণরায় আওয়ামী লীগের একক মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
Comments
comments