নাটোরের বড়াইগ্রামের দাসগ্রাম মাদ্রাসার অধ্যক্ষ হযরত আলীর বিরুদ্ধে জমি আত্মসাতসহ নিয়োগ বাণিজ্য করে কোটি টাকা দূর্ণীতির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার দুপুরে উপজেলার দাসগ্রাম মাদ্রাসার সামনে এলাকার শত শত মানুষ মানববন্ধনে অংশ নিয়ে অধ্যক্ষ বিচারসহ অপসারণ দাবি করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, আব্দুল মালেক মোল্লা, একরামুল আলম, মাহবুব আলম বকুল, হাবিবুর রহমান হাবিবসহ স্থানীয় জনপ্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তরা বলেন, দাসগ্রাম মাদ্রাসার অধ্যক্ষ হযরত আলী কোন কমিটি গঠন না করেই আড়াই বছর ধরে অনিয়মের মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন। এছাড়া মাদ্রাসার প্রায় ১০০ বিঘা জমি নিয়ম বর্হিভূতভাবে নিজেই লিজ দিয়ে তার কোন হিসাব না দিয়ে টাকা আত্মসাৎ করেছেন। মাদ্রাসার পাশে মার্কেট নির্মাণ করে তার ভাড়ার টাকাও আত্মসাৎ করছেন অধ্যক্ষ। অবিলম্বে মাদ্রাসা কমিটি গঠনসহ দুর্নীতিবাজ অধ্যক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা। মানববন্ধন থেকে আগামীতে গণ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন তারা।
Comments
comments