ঢাকাশনিবার , ৪ নভেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

নানা আয়োজনে কিশোরগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

প্রতিবেদক
Kolom 24
নভেম্বর ৪, ২০২৩ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

“পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই স্লোগানকে ধারণ করে নানা আয়োজনে কিশোরগঞ্জে উদযাপিত হয়েছে ‘কমিউনিটি পুলিশিং ডে’। শনিবার (০৪ নভেম্বর) সকালে জেলা পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ‘কমিউনিটি পুলিশিং ডে’ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও ‍পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।

পরে এ উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আল আমিন হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মনতোষ বিশ্বাস, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা অংশ নেন।

শোভাযাত্রা শেষে জেলা পুলিশ লাইন্সে মতবিনিময় সভা, সনদপত্র, পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার)।

অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ ও প্রশাসন) মোস্তাক সরকারের সঞ্চালনায় এতে বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আল-আমিন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম প্রমুখ। স্বাগত বক্তব্য দেন জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সমন্বয়ক সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু।

Comments

comments