ঢাকাবুধবার , ৯ নভেম্বর ২০২২
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

নিকলীতে পাইপগানসহ র‍্যাবের হাতে যুবক আটক

প্রতিবেদক
Kolom 24
নভেম্বর ৯, ২০২২ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় অভিযান পরিচালনা করে পাইপগানসহ শাহজাহান কবির (৩৫) নামে এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। বুধবার (০৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নিকলী গোদার ঘাট এলাকা থেকে তাকে আটক করে র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটক শাহজাহান কবির নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের বড়কান্দা দামপাড়া এলাকার মহিউদ্দিনের ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নিকলী উপজেলার গোদার ঘাট এলাকায় একজন লোক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অবস্থান করছে। তথ্য পেয়ে গোয়েন্দা নজরদারি করে র‍্যাব। সত্যতা নিশ্চিত হবার পর র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার সকালে নিকলী উপজেলার গোদার ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ১টি পাইপগান, ১টি মোবাইল, নগদ ৭৩০ টাকা ও ১টি মোটরসাইকেল জব্দ করে তাকে আটক করে।

র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ শাহরিয়ার মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে আটক শাহজাহান জানায় সে এলাকায় প্রভাব বিস্তার করার জন্য অস্ত্র নিজ হেফাজতে রেখেছিল। নিকলী থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। অস্ত্রধারীদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Comments

comments