ঢাকাবুধবার , ৭ ডিসেম্বর ২০২২
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

নিকলীতে শুল্কবিহীন ভারতীয় পণ্যসহ এক ব্যক্তি আটক

প্রতিবেদক
Kolom 24
ডিসেম্বর ৭, ২০২২ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বিপুল পরিমাণ শুল্কবিহীন ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, বুটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (০৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার সিংপুর নদীতে অভিযান পরিচালনা করে সিংপুর বাজারের দক্ষিনে জাহান ঘাটি থেকে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত শুল্কবিহীন ভারতীয় পণ্যের আনুমানিক মূল্য ৫ লাখ ১৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। আটককৃত সাবানুর (৪৭) সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার ভাটি তাহেরপুর গ্রামের সেকান্দার আলীর ছেলে।

জেলা পুলিশের মিডিয়া সেল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে তথ্যের সত্যতা নিশ্চিত করার পর সিংপুর নদীতে অভিযান পরিচালনা করে সিংপুর বাজারের দক্ষিনে জাহান ঘাটি থেকে সাবানুরকে আটক করা হয়। এ সময় সাবানুরের হেফাজতে থাকা ২৪৯ পিস শুল্কবিহীন ভারতীয় শাড়ি, ৪০ পিস লেহেঙ্গা, ১৮৮ জোড়া খেলার বুট উদ্ধার করে জব্দ করা হয়। পরে জব্দকৃত শুল্কবিহীন ভারতীয় পণ্যসহ সাবানুরকে নিকলী থানায় নিয়ে আসে পুলিশ। উদ্ধারকৃত ভারতীয় পণ্যের আনুমানিক মূল্য ৫ লাখ ১৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনসুর আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাবানুরকে শুল্কবিহীন ভারতীয় পণ্যসহ আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।

Comments

comments