ঢাকাশুক্রবার , ২২ জুলাই ২০২২
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

নিকলীর হাওরে গোসল করতে গিয়ে পর্যটকের মৃত্যু

প্রতিবেদক
Kolom 24
জুলাই ২২, ২০২২ ১:০৬ অপরাহ্ণ
Link Copied!

নিকলীর কুর্শা হাওরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আকাশ (২৬) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ জুলাই) সকালে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ সময় পানিতে তলিয়ে যাওয়া আকাশের দুই বন্ধু তুহিন ও হাসিবকে জীবিত উদ্ধার করে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের লোকজন। মৃত আকাশ মাদারীপুর জেলার কালকীনি উপজেলার দক্ষিন রাজদী এলাকার মো. রেজাউল করিমের পুত্র।

সূত্র জানায়, আকাশ ঢাকার বাড্ডা এলাকায় থেকে পড়াশোনা করতো বলে জানা গেছে, তুহিনের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর এবং হাসিবের বাড়ি পটুয়াখালী জেলায়। তারা তিনজন মিলে নিকলী হাওরে ঘুরতে আসে। সকালে তিনজন মিলে গোসল করতে গেলে পানির প্রবল স্রোতে তলিয়ে যায়। নিকলী ফায়ার সার্ভিসের লোকজন তুহিন ও হাসিবকে জীবিত উদ্ধার করতে পারলেও আকাশকে মৃত উদ্ধার করে। জীবিত দুজনকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রের্ফাড করা হয়।

নিকলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Comments

comments