দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট বর্জন ও সরকারকে অসহযোগিতা করার জন্য বিএনপির অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণ করেছেন কিশোরগঞ্জ জেলা বিএনপি ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন তাঁরা।
এ সময় কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সিনিয়র আইনজীবী জালাল উদ্দিন, সাধারন সম্পাদক সিনিয়র আইনজীবী মনজুরুল ইসলাম জুয়েল, জেলা বিএনপির সহ-সভাপতি সিনিয়র আইনজীবী জাহাঙ্গীর আলম মোল্লা, জেলা বিএনপির সহ-সভাপতি আইনজীবী শরিফুল ইসলাম, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক আইনজীবী ফয়জুল করিম মুবিনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণ শেষে জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক আইনজীবী ফয়জুল করিম মুবিন বলেন, প্রায় ২৩ হাজার নেতাকর্মী জেলে আছে। লাখ লাখ নেতাকর্মী ফেরারী। এ অবস্থায় অবৈধ সরকার তাদের মদদপোস্ট রাজনৈতিক দলগুলোকে নিয়ে ২০১৪ ও ২০১৮ সালের মতো আরেকটি প্রহসনের নির্বাচন করতে যাচ্ছে। এই দেশের সাধারন জনগন তা মেনে নেবে না৷ অবশ্যই ডামি নির্বাচন বর্জন করবে।
তিনি বলেন, ২৮ অক্টোবর এর পর থেকে বিএনপি এবং বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীদের উপরে বর্তমান ফ্যাসিষ্ট সরকার সীমাহীন নির্যাতন শুরু করেছে। আমাদের ছেলেদের গ্রেপ্তার করতে গিয়ে তাকে বাসায় না পেয়ে তার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। বাবাকে বাসায় না পেয়ে তার বাচ্চাদের গ্রেপ্তার করা হয়েছে। বাসায় পানি ঢেলে দেওয়া হয়েছে। বিএনপির নেতাকর্মীদের পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। এতকিছুর পরও বিএনপি’র লাখ লাখ নেতাকর্মী এবং এ দেশের সাধারণ জনগণ আশায় বুক বেধেছে যে দেশে একটি সুষ্ঠ ভোট হবে এবং সে তার পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
Comments
comments