পাকুন্দিয়ায় গলায় ওড়না পেঁচিয়ে সিলিংফ্যানের সঙ্গে ঝুলে আরমান হোসেন (১৫) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার (১০ জুন) দুপুরে উপজেলার চন্ডিপাশা গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত আরমান হোসেন (১৫) চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শামছুউদ্দিনের পুত্র এবং স্থানীয় কোদালিয়া সহরুল্লা ইসলাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, আরমান দুপুরে জুম্মার নামাজের সময় বাড়িতে লোকজন না থাকার সুযোগে ঘরের দরজা বন্ধ করে সিলিংফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। খবর পেয়ে পাকুন্দিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ মো. সারোয়ার জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
Comments
comments