ঢাকামঙ্গলবার , ৫ জুলাই ২০২২
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

পাগলা মসজিদের ফান্ড থেকে হবে নরসুন্দার আবর্জনা নিরসন

প্রতিবেদক
Kolom 24
জুলাই ৫, ২০২২ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ শহরের সৌন্দর্য বর্ধনে নরসুন্দা নদী পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে পাগলা মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন কমিটির সভাপতি মোহাম্মদ আলী সিদ্দিকী ও সদস্য সচিব তারেক কামাল। পাগলা মসজিদের ফান্ড থেকে এই কাজ সম্পন্ন হবে। পাগলা মসজিদ থেকে গৌরাঙ্গ বাজার ব্রিজ পর্যন্ত পরিষ্কার করার উদ্যোগ নিয়েছেন। কোরবানির ঈদের পরে পরিষ্কার কার্যক্রম শুরু করবেন বলে জানিয়েছেন।

অপরিশোধিত বর্জ্য, কচুরিপানায় নরসুন্দা নদী ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। উজানের বিভিন্ন জায়গায় বাঁধ দেওয়ার ফলে নরসুন্দার পানি প্রবাহ নেই। টানা বৃষ্টিতে নরসুন্দা নদী এখন কানায় কানায় পরিপূর্ণ। নরসুন্দার নাব্যতা ফিরিয়ে আনতে বিভিন্ন সময় সরকারি ভাবে বড় বড় প্রকল্প গ্রহণ করা হয়েছে। শতকোটি টাকা ব্যায়ের পরেও প্রাণ ফিরে পায়নি বরং নরসুন্দা নদীর পাড়ে, ওয়াকওয়ে, ব্রিজের নিচে অপরিশোধিত ও অপাচ্য ময়লা আবর্জনার দেখা মিলে। দুর্গন্ধে দুর্বিষহ পথচারীরা। নদীর পাড় দিয়ে চলাচলের কোনো পরিবেশ নাই।

পাগলা মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন কমিটির সভাপতি মোহাম্মদ আলী সিদ্দিকী বলেন, পৌরসভার ভিতরে উপজেলা প্রশাসনের কাজের ক্ষমতা সীমিত। ময়লা আবর্জনা পরিষ্কারের দায়িত্ব পৌরসভার উপর ন্যস্ত।নরসুন্দা নদীতে বিভিন্ন সমস্যার মধ্যে সাময়িক ভাবে আবর্জনা পরিষ্কারের কাজ করা যাবে কিন্তু স্থায়ী ভাবে নরসুন্দার সকল সমস্যা সমাধানের জন্য জনসচেতনতা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপের প্রয়োজনীয়তা রয়েছে।

Comments

comments