ঢাকাবুধবার , ১৫ ডিসেম্বর ২০২১
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

পারলেন না আফিফ!

প্রতিবেদক
Kolom 24
ডিসেম্বর ১৫, ২০২১ ১১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

২৬ রানে এগিয়ে থেকে চতুর্থ ও শেষ দিন শুরু করেছিল পূর্বাঞ্চল। দলের মিডল অর্ডার ব্যাটার আফিফ ৭৩ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে বেশি দূর যেতে পারেননি। আরও ১৩ রান… যোগ করে ৮৬ রানে ফিরেছেন। আফিফের ফেরাতে দলের সংগ্রহও বড় হয়নি আর। মাত্র ৯০ রানের লক্ষ্যে খেলতে নেমে দক্ষিণাঞ্চল তৌহিদ হৃদয়ের হাফসেঞ্চুরিতে জিতেছে ৮ উইকেটে।

রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে বুধবার ৫ উইকেটে ১৯৩ রানে চতুর্থদিন শুরু করেছিল পূর্বাঞ্চল। আফিফ ৮৬ ও ইরফান ৪০ রানে ফিরে যেতেই ধস নামে ব্যাটিং অর্ডারে। শেষের দুই ব্যাটার রানের খাতা না খুলে আউট হওয়াতে ২৫৭ রানেই থেমে যায় পূর্বাঞ্চলের ইনিংস।

দক্ষিণাঞ্চলের বোলারদের মধ্যে নাহিদুল ইসলাম দুটি এবং মেহেদী হাসান ও নাসুম আহমেদ দুটি করে উইকেট নিয়েছেন।

৯০ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৮ রানে দুই উইকেট পড়ে গিয়েছিল দক্ষিণাঞ্চলের। সেই ধাক্কা সামলাতে বড় অবদান ছিল তৌহিদ হৃদয় ও অমিত হাসানের…। হৃদয় ৬০ বলে ৫৪ এবং অমিত ৪৩ বলে ১৯ রানে অপরাজিত থেকেই জয় নিশ্চিত করেছেন। দক্ষিণাঞ্চলের দুটি উইকেটই নেন রেজাউর রহমান রাজা।

এর আগে আশরাফুলের ৬১ ও ইমরুল কায়েসের ৪৬ রানে ভর করে পূর্বাঞ্চল ২৬০ রান সংগ্রহ করেছিল। জবাবে এনামুলের ৮৮ ও জাকির হাসানের ১৫৮ রানের ওপর ভর করেই দক্ষিণাঞ্চল তুলে ৪২৯ রান।

পূর্বাঞ্চল দ্বিতীয় ইনিংস শুরু করে ১৬৯ রানে পিছিয়ে থেকে। ফের ব্যাটিং ব্যর্থতা সঙ্গী হলে আর বড় সংগ্রহ পায়নি তারা।

Comments

comments