ঢাকাসোমবার , ৩০ আগস্ট ২০২১
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

পিএসজিতে মেসির অভিষেক

প্রতিবেদক
Kolom 24
আগস্ট ৩০, ২০২১ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

ফ্রেঞ্চ লিগে রেঁসের বিপক্ষে ম্যাচ নিয়ে আগ্রহ ছিল বিশ্বের ফুটবল ভক্তদের। অবশেষে ফুরালো সেই অপেক্ষা, পিএসজির হয়ে অভিষেক হয়ে গেলো মেসির। ক্লাব ক্যারিয়ারে বার্সেলোনা ব্যতীত এই প্রথম অন্য কোনো জার্সিতে মাঠে নামলেন আর্জেন্টাইন তারকা। শুরুর একাদশে ছিলেন না…। ৬৬ মিনিটে মাঠে নামেন নেইমারের বদলি হিসেবে। রোববার রাতে লিগ ওয়ানের এ ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছে পিএসজি। দুটি গোলই আসে দেন কিলিয়ান এমবাপের পা থেকে।

দুই পক্ষের শক্তির বিবেচনায় পিএসজির জয়টা প্রত্যাশিতই ছিল। প্রথমার্ধের ১৬ মিনিটে রেঁসের মাঠে এগিয়ে যায় পিএসজি। আনহেল ডি মারিয়ার ক্রসে মাথা হেডে দলকে লিড এনে দেন ফরাসি স্ট্রাইকার এমবাপে। টানা দ্বিতীয় ম্যাচে গোলের দেখা পেলেন তিনি।

বিরতির পরও ৫১ মিনিটে গোল করে বসে সফরকারী রেঁস। তবে অফসাইডের কারণে মার্শাল মুনেতসির করা গোল ভিডিও অ্যাসিস্টেন্টের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি।

খেলার ৬৩ মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে পিএসজির হয়ে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। ডান প্রান্ত দিয়ে আক্রমণে… ওঠা আশরাফ হাকিমির নিচু শট জালে জড়াতে ভুল করেননি বিশ্বকাপ জয়ী তারকা।

এর মিনিট তিনেক পরই অপেক্ষা ফুরায় ফুটবল বিশ্বের। ৬৬ মিনিটে নেইমারের বদলি হিসেবে মাঠে নামেন ছয়বারের ব্যালন ডর জয়ী মেসি। এসময় পুরো গ্যালারি জুড়ে মেসি মেসি চিৎকার।

মাঠে নামার পাঁচ মিনিটের মাথায় ফাউলের শিকার হন মেসি। ম্যাচে প্রায় ৩১ মিনিট খেলেছেন মেসি। এর মধ্যে ২১টি পাস দিয়েছেন। যার মধ্যে ২০টিই ছিল সম্পূর্ণ পাস।

Comments

comments