ঢাকাশনিবার , ১৬ এপ্রিল ২০২২
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের তৎপরতায় গ্রেফতার হল মামার খুনি ভাগনে মহসিন

প্রতিবেদক
Kolom 24
এপ্রিল ১৬, ২০২২ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

পুলিশের তৎপরতায় গ্রেফতার হল কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঘটে যাওয়া হত্যাকাণ্ডের অভিযুক্ত ঘাতক জাহেদুল ইসলাম মহসিন। গত বৃহস্পতিবার (১৪ এপ্রিল) পাকুন্দিয়ার পোড়াবাড়িয়া গ্রামে মহসিন তার মামা আবু রায়হানকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছুরিকাঘাত করে হত্যা করে। ঘাতক জাহেদুল ইসলাম মহসিন কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের মুকসুদপুর এলাকার শাহাবুদ্দিনের ছেলে। অন্যদিকে নিহত আফজাল হোসেন ওরফে আবু রায়হান পোড়াবাড়িয়া জামতলা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে এবং পোড়াবাড়িয়া দাখিল মাদ্রাসার ইংরেজির শিক্ষক।

জানা যায়, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এর নির্দেশনায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন হোসাইন ও মামলার তদন্তকারী কর্মকর্তা পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমনের নেতৃত্বে পুলিশ ও ডিবি পুলিশ সমন্বিতভাবে শুক্রবার (১৫ এপ্রিল) দিবাগত রাত সোয়া ২টা ১০ মিনিটে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের কাশোরারচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে জাহেদুল ইসলাম মহসিনের দেয়া তথ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরাটি উদ্ধার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

comments