ঢাকাশুক্রবার , ৭ জানুয়ারি ২০২২
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসীদের স্বাস্থ্য সুরক্ষায় নতুন সিদ্ধান্ত

প্রতিবেদক
Kolom 24
জানুয়ারি ৭, ২০২২ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

করোনা মহামারির কারণে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে যেতে হলে প্রবাসী কর্মীদের প্রায় ৮ ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছাতে হয়। এতে প্রবাসী কর্মীরা বিমানবন্দরের আশপাশের দোকান ও ক্যান্টিনের… খাবার ও পানি কিনে খান। দীর্ঘসময় অভুক্ত থাকা এবং অস্বাস্থ্যকর খাবার খেয়ে কলেরাসহ নানা রকমের পেটের পীড়ায় আক্রান্ত হয়েছেন। এ সমস্যা সমাধানে বিমানবন্দরের আশপাশের রেস্তোরাঁগুলোর পানি ও খাবারের মান যাচাই করতে বিভিন্ন সংস্থা অভিযানে নামবে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) আন্তঃমন্ত্রণালয় সভায় বসে পররাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয়।

সভায় সিদ্ধান্ত হয়েছে, বাংলাদেশি বিদেশযাত্রীদের কলেরা ব্যাকটেরিয়া রোধে সচেতনতামূলক…প্রচারণা চালানো হবে। একই সঙ্গে বিমানবন্দরের আশপাশের খাবার হোটেলে অভিযান চালাবে বিভিন্ন সংস্থা।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে গিয়ে ১৮০ জন বাংলাদেশি অসুস্থ হয়ে পড়েছেন। তারা ডায়রিয়া, পেট ব্যথা, বমি ও কলেরায় আক্রান্ত। এ কারণে দেশ দুটি উদ্বেগ প্রকাশ করেছে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস বলেন, বিমানবন্দরের আশপাশের এলাকার রেস্তোরাঁগুলোর পানি পান করার কারণে প্রবাসী কর্মীরা অসুস্থ হয়ে পড়ছেন। এ নিয়ে বেশি উদ্বেগের কিছু নেই।

Comments

comments