জার্মানিতে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়েছে। তার বয়স ৬০ থেকে ৭৯ বছর।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) জার্মানির রবার্ট কচ ইনস্টিটিউট ফর ইনফেকশাস ডিজিজ এ তথ্য নিশ্চিত করেছে। এএফপির খবর।
খবরে বলা হয়েছে, গতকাল বুধবার জার্মানিতে নতুন করে ৮১০ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে..। এ নিয়ে দেশটিতে ৩ হাজার ১৯৮ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।
ওমিক্রন পরিস্থিতি মোকাবিলায় বিধিনিষেধ ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে জার্মানি। আগামী ২৮ ডিসেম্বর থেকে দেশটিতে ১০ জনের বেশি লোক ব্যক্তিগত কাজে একত্র হতে পারবেন না…। বন্ধ থাকবে নৈশক্লাবগুলো। একই দিন থেকে ফুটবল খেলা দেখতে মাঠে যেতে পারবেন না দর্শকেরা।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, করোনা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৬৯ লাখ ১৫ হাজার ৩৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন জার্মানিতে। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ১০ হাজার ২৩৪ জন।
Comments
comments