ঢাকাবৃহস্পতিবার , ২৭ মে ২০২১
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ফের সরব যুক্তরাষ্ট্র

প্রতিবেদক
Kolom 24
মে ২৭, ২০২১ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

করোনার উৎস নিয়ে আবারও সরব হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। মহামারিতে রূপ নেয়া এ ভাইরাসটি পশু-পাখি থেকে, নাকি গবেষণাগার থেকে মানবদেহে ছড়িয়েছে তা জানতে মার্কিন…. গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার (২৭ মে) হোয়াইট হাউজের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে রাজনীতি হলে তদন্ত প্রক্রিয়া বাধগ্রস্ত হবে বলে দাবি করেছে চীন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম শনাক্ত হয় করোনা রোগী। এরপর মহামারি আকারে এটি ছড়িয়ে পড়ে দেশে দেশে…। বিশ্বজুড়ে এখন পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ১৭ কোটি মানুষ। মারা গেছেন অন্তত ৩৫ লাখ।

শুরু থেকেই এর উৎপত্তিস্থল নিয়ে বিতর্ক দেখা দেয়। পশু-পাখি নাকি উহানের ল্যাব থেকে মানবদেহে এই ভাইরাস ছড়িয়েছে তা নিয়ে চলে তুমুল আলোচনা…। বিভিন্ন দেশ উহানের ল্যাব থেকে এ ভাইরাস ছড়ানোর দাবি করলেও অস্বীকার করে আসছে চীন। বেইজিংয়ের দাবি, উহান নয় বরং অন্য কোনো দেশ থেকে ছড়িয়ে পড়েছে কোভিড উনিশ।

বিতর্ক অবসানে আবারও উদ্যোগী হয়েছে। ভাইরাসটি পশু-পাখি থেকে নাকি গবেষণাগার থেকে মানবদেহে ছড়িয়েছে তা নিয়ে আগামী… তিনমাসের মধ্যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বাইডেন বলেন, এখনও পর্যন্ত মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দু’টি সম্ভাব্য উৎসের কথা বলেছে। কিন্তু তারা এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারেনি। এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ…, স্বচ্ছ এবং প্রমাণ-ভিত্তিক আন্তর্জাতিক তদন্ত করার জন্য চীন যাতে তাদের সব ধরনের ডাটা এবং তথ্য দিয়ে সহায়তা করে সেজন্য যুক্তরাষ্ট্র তাদের সমমনা দেশগুলোর সঙ্গে একত্রিত হয়ে চীনের ওপর চাপ প্রয়োগ করবে।

এর আগে মঙ্গলবারই জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের এক বৈঠকে কোভিড-উনিশের…উৎস নিয়ে নতুন করে আরও নিবিড় এবং ‘স্বচ্ছ’ তদন্ত নিশ্চিত করার আহ্বান জানান যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রী জেভিয়ের বেসেরা।

যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, সম্প্রতি এমন কিছু তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে, তাতে ধারণা করা হচ্ছে, চীনের গবেষণাগার থেকেই করোনাভাইরাস ছড়িয়েছে।

মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালের নভেম্বরে চীনের উহান ইনস্টিটিউট অব… ভাইরোলজির তিন গবেষক এতটাই অসুস্থ হয়ে পড়েন যে, তারা হাসপাতালে ভর্তি হতে চেয়েছিলেন। এর কয়েক সপ্তাহ পর চীন প্রথম সেখানে কেউ কোভিড-উনিশে আক্রান্ত হওয়ার খবর বিশ্বকে জানায়।

এ বছরের শুরুর দিকে করোনাভাইরাসের উৎস সন্ধানে চীনে আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল গেলেও বিষয়টির কোনো সুরাহা হয়নি। বরং তদন্ত কাজ এবং তদন্ত প্রতিবেদনে স্বচ্ছতা ও গভীরতায় ঘাটতি আছে বলে সমালোচনা হয়েছে।

Comments

comments