ঢাকাবৃহস্পতিবার , ২৭ মে ২০২১
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ফের স্থগিত ডিপিএল

প্রতিবেদক
Kolom 24
মে ২৭, ২০২১ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

শুরুর আগেই ধাক্কা খেল ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। ৩১ মে থেকে শুরু হওয়ার কথা থাকলেও করোনার প্রকোপে স্থগিত হয়ে গেছে আসর…। ঘরোয়া ক্রিকেটের মর্যাদাপূর্ণ এ টুর্নামেন্টটি শুরুর আগে বিভিন্ন ক্লাবের খেলোয়াড়সহ ২৬৯ জনের করোনা পরীক্ষা করানো হয়। এতে সাত ক্রিকেটারসহ ৯ জন করোনা পজিটিভ হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে করোনায় আক্রান্তরা কে কোন…ক্লাবের ক্রিকেটার এবং কর্মকর্তা তা জানানো হয়নি। তবে শতভাগ নিশ্চিত হতে দ্বিতীয় দফায় তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।

গত বছরের মার্চে প্রথম রাউন্ড শেষ করে করোনার কারণে ডিপিএল স্থগিত করতে বাধ্য হয়েছিল বিসিবি।… এরপর আর মাঠে গড়ায়নি ঘরোয়া এ টুর্নামেন্ট। কয়েকদফা পিছিয়ে ৩১ মে থেকে মাঠে গড়ানোর সিদ্ধান্ত নেয় সিসিডিএম।

স্থগিত থাকা টুর্নামেন্টের বাকি খেলাগুলো টি-টোয়েন্টি ফরমেটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

Comments

comments