ঢাকাবৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২০
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ফেলোশিপের জন্য নির্বাচিত হলেন কুবির দুই শিক্ষক

প্রতিবেদক
Kolom 24
নভেম্বর ২৬, ২০২০ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্টের আওতায় ২০২০-২১ অর্থবছরের জন্য ফেলো হিসেবে নির্বাচিত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক।

২৪ নভেম্বর (মঙ্গলবার) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এই অর্থবছরের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্টের জন্য নির্বাচিত ৪৪ জন পিএইচডি ফেলোর তালিকা প্রকাশ করা হয়।

নির্বাচিত ৪৪ জন ফেলোর মাঝে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত দুই জন শিক্ষক হলেন ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মেহেদী হাসান এবং পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা আফরোজ।

সহকারী অধ্যাপক মোঃ মেহেদী হাসান মালয়েশিয়ার কেবাংসান বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক এন্ড সিস্টেমস ইঞ্জিনিয়ারিং বিষয়ে ফেলোশিপ/পিএইচডির জন্য নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, সহযোগী অধ্যাপক নাহিদা আফরোজ যুক্তরাজ্যের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে গণিতের ওপর ফেলোশিপ/পিএইচডির জন্য নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, নাহিদা আফরোজ ঐ একই বিশ্ববিদ্যালয় হতে ২০১৯ সালে ডিসটিংশন মার্কস নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন।

Comments

comments