ঢাকাশুক্রবার , ১১ ডিসেম্বর ২০২০
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার মত ক্ষমার অযোগ্য: সেতুমন্ত্রী

প্রতিবেদক
Kolom 24
ডিসেম্বর ১১, ২০২০ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির আস্কারা, প্রশ্রয় আর পৃষ্ঠপোষকতা পেয়েই সাম্প্রদায়িক গোষ্ঠী বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার মত ক্ষমার অযোগ্য অপরাধ করেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (১১ ডিসেম্বর) তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে আয়োজিত বিভিন্ন ধর্মীয় ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এবং দেশের প্রতিটি বিভাগীয় সদর দপ্তরে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

গণতন্ত্রহীনতায় নাকি উগ্রবাদের উত্থান ঘটছে, বিএনপি মহাসচিবের এই অভিযোগ প্রত্যাখ্যান করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি একদিকে মুক্তিযুদ্ধবিরোধী এবং উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা করে, আবার তারা গণতন্ত্রের কথা বলে? এদেশে উগ্রবাদের উত্থান ঘটে বিএনপির হাত ধরেই।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানতে চান, বাংলা ভাই, সায়েখ আবদুর রহমান কাদের সৃষ্টি? সারাদেশে একযোগে বোমা হামলা কাদের আমলে করা হয়েছিলো? তিনি বিএনপি নেতাদের কাছে আরও জানতে চান, ময়মনসিংহের অলকা, ছায়াবানী, পূরবী ও অজন্তা সিনেমা হলে একযোগে বোমা হামলা কাদের আমলে হয়েছিলো?

বিএনপি কথায় কথায় গণতন্ত্রের কথা বলে, তাদের আমলে নাকি দেশে গণতন্ত্র ছিল উল্লেখ করে ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, তাহলে বিএনপির আমলে উগ্রবাদ কিভাবে সৃষ্টি হলো?

বিএনপিই ক্ষমতায় টিকে থাকতে আর দেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনা মুছে দিতে ধর্মীয় উগ্রবাদের সৃষ্টি করেছিলো জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, উগ্রবাদীদের লালন পালন করে সে বিষবৃক্ষকে বড় করেছে বিএনপি।

মানবাধিকার লঙ্ঘনের দায়ে সরকারকে নাকি কাঠগড়ায় দাঁড়াতে হবে, মির্জা ফখরুলের এমন মন্তব্যের জবাবে সাধারণ সম্পাদক বলেন, বিএনপির মুখে মানবাধিকারের কথা ভূতের মুখে রাম রাম ধ্বনির মতো।

Comments

comments

বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে কাজিপুরে মুক্তিযোদ্ধা’র সন্তানবৃন্দের বিক্ষোভ

প্রতিবেদক
Kolom 24
ডিসেম্বর ৭, ২০২০ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধীতা ও অবমাননার প্রতিবাদে সিরাজগঞ্জের কাজিপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে  মুক্তিযোদ্ধা’র সন্তানবৃন্দ।

রোববার ৬ ডিসেম্বর বিকেলে উপজেলা  মুক্তিযোদ্ধা’র সন্তানবৃন্দ, উপজেলা যুবলীগ এবং ছাত্রলীগ পৌরসভা এলাকায়  মিছিল সহযোগে বিক্ষোভ প্রদর্শন করে।

মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা হিসেবে  আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী ভাস্কর্য অবমাননা, নির্মাণে বিরোধীতার নামে বিএনপি জামায়াতের মদতপুষ্ট উগ্ৰ মৌলবাদ ধর্মান্ধদের দারা জনমনে বিভ্রান্তি ছড়ানোর তীব্র নিন্দা জানান। এছাড়াও কুষ্টিয়ায় ভাস্কর্য অবমাননাকারীদের অনতিবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানায়।

মুক্তিযোদ্ধা’র সন্তানবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মনজুরুল ইসলাম সিবন চাকলাদার, সরোয়ারদী হোসেন, গোলাম কিবরিয়া খান, আসাদ শেখ, সুমন, বাহারুল ইসলাম, ইমাম গাজ্জালী, আনোয়ার হোসেন, মাসুদ রানা, মাসুম বিল্লাহ, কাউছার আহমেদ, প্রমূখ।

যুবলীগ এবং ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিক্ষোভ কর্মসূচি পালনে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদার। কৃষক লীগ সহ-সভাপতি আতিকুর রহমান মুকুল, উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম। উপজেলা ছাত্রলীগ সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Comments

comments