ঢাকাসোমবার , ২১ ডিসেম্বর ২০২০
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা

প্রতিবেদক
Kolom 24
ডিসেম্বর ২১, ২০২০ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। আজ (সোমবার) সকালে জাতীয় সংসদের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় পতাকার হাতে তারা এই কর্মসূচিতে অংশ নেন।

ভাস্কর্য ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব জাফর আহমেদ খান এসময় বলেন, বঙ্গবন্ধুকে অবমাননা মানে রাষ্ট্রের অবমাননা। একটি কুচক্রি গোষ্ঠী জনগণকে বিভ্রান্ত করতে দেশের উন্নয়নকে বিঘ্নিত করতে ফায়দা হাসিলের অংশ হিসেবে এসব ষড়যন্ত্র করছে বলেও জানান তিনি।

Comments

comments

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় শাবি শিক্ষক সমিতির মানববন্ধন

প্রতিবেদক
Kolom 24
ডিসেম্বর ১৩, ২০২০ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ জানিয়ে ক্যাম্পাসে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে ক্যাম্পাসের বঙ্গবন্ধু চত্বরে ‘শাবি শিক্ষক সমিতি’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের প্রায় অর্ধ-শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রাশেদ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জহির বিন আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

অধ্যাপক ফরিদ বলেন, বাংলাদেশে ভাস্কর্য নিয়ে বিতর্কের সুযোগ নেই। শুধু বাংলাদেশ নয়, বিভিন্ন মুসলিম ও অমুসলিম দেশে ভাস্কর্য আছে। আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছি, তখন কিছু দুর্বৃত্ত ধর্মের নামে উস্কানিমূলক কথা বলছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদেরকে আর বাড়তে দেওয়া যাবে না।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমান বাংলাদেশের সংবিধানের অংশ। বঙ্গবন্ধুর উপর আঘাত করা মানে সংবিধানের উপর আঘাত করা। যারা বঙ্গবন্ধুকে উপর আঘাত করবে, এ দেশের আইন মানবে না, ধর্মের নামে উস্কানিমূলক কথা বলবে তাদেরকে কঠোর ভাবে প্রতিহত করতে হবে। এদেশে থাকতে হলে সংবিধানের নিয়ম মেনে চলতে হবে। অন্যথায় তাদেরকে এ দেশ থেকে বের হয়ে যেতে হবে।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন- কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক ড. আখতারুল ইসলাম, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মস্তাবুর রহমান, বঙ্গবন্ধু গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. আব্দুল গণি প্রমুখ।

Comments

comments

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় শাবিপ্রবি শিক্ষক-কর্মকর্তাদের প্রতিবাদ

প্রতিবেদক
Kolom 24
ডিসেম্বর ৮, ২০২০ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরের সামনে অনুষ্ঠিত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের সাথে  জড়িতদের কঠোর শাস্তির পাশাপাশি বঙ্গবন্ধুর স্মৃতি সম্বলিত স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদারের দাবি জানান শিক্ষক-কর্মকর্তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রাশেদ তালুকদার, শাবি মেডিকেল সেন্টারের প্রশাসক অধ্যাপক ড. কবির হোসেন, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল আউয়াল বিশ্বাস, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জাহিদ হাসান, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আশিস কুমার বণিক, মনিরুজ্জামান খান, সহকারী রেজিস্ট্রার জামাল উদ্দিন, শাবি প্রেসক্লাবের সভাপতি হোসাইন ইমরান, সাধারণ সম্পাদক মেহেদী কবীর প্রমুখ।

Comments

comments

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর, বিক্ষোভে উত্তাল ইবি

প্রতিবেদক
Kolom 24
ডিসেম্বর ৬, ২০২০ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যকে লক্ষ্য করে গুলিবর্ষণ ও ভাঙচুরের ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৬ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম ও শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।

বেলা সাড়ে ১১টায় দলীয় টেন্ট (তাঁবু) থেকে বিক্ষোভ মিছিল বের করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকে গিয়ে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে এসে মিলিত হয়। এরপর সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শাখা ছাত্রলীগ নেতা তৌকির মাহফুজ মাসুদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন শিশির ইসলাম বাবু, আলামীন জোয়াদ্দার, মিজানুর রহমান লালন ও ফয়সাল সিদ্দীকি আরাফাত। এ সময় বঙ্গবন্ধু পরিষদের শিক্ষক-কর্মকর্তা উভয় ইউনিট একাত্মতা পোষণ করে সমাবেশে যোগদান করেন।

সমাবেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নেতাকর্মীরা। একইসাথে এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

Comments

comments