ঢাকাশুক্রবার , ৩ জুন ২০২২
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু গোল্ডকাপে কিশোরগঞ্জ পৌরসভা; বঙ্গমাতায় করিমগঞ্জ উপজেলা চ্যাম্পিয়ন

প্রতিবেদক
Kolom 24
জুন ৩, ২০২২ ১২:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে জেলা পর্যায়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব ১৭) সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টটি গত শনিবার (২৮ মে) শুরু হয়ে বৃহস্পতিবার (২ জুন) বিকালে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) ফাইনালে কটিয়াদী উপজেলাকে হারিয়ে কিশোরগঞ্জ পৌরসভা চ্যাম্পিয়ন হয়েছে।

অন্যদিকে একই ভেন্যুতে অনুষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব ১৭) ফাইনালে কিশোরগঞ্জ পৌরসভাকে হারিয়ে করিমগঞ্জ উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে।

ম্যাচ শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এম এ আফজল, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, জেলা ক্রীড়া অফিসার আল-আমিন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ গোলাম মোস্তফা। প্রতিযোগিতার সার্বিক আয়োজনে ছিল জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস কিশোরগঞ্জ।

Comments

comments