ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকা থেকে ছুরিকাঘাতে নিহত অজ্ঞাত এক যুবকের উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকার আম বাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়।
কাতোয়ালী থানার ওসি ফিরোজ তালুকদার জানান, রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) আম বাগান এলাকায় রক্তাক্ত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ সময় তিনি আরও জানান, নিহত ব্যক্তি ছিনতাইকারীর কবলে পড়ে থাকতে পারে। তবে যাত্রী নাকি অটোচালক তা বুঝা যাচ্ছে না। এ ঘটনায় জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ। তবে, নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি।
Comments
comments