রাজধানীতে গতকাল (বৃহস্পতিবার) একই দিনে ১০টি বাসে আগুন দেয়ার ঘটনায় মোট ১৩টি মামলায় গ্রেফতার ২৮ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়েছে পুলিশ। এর মধ্যে শাহবাগের ২ মামলায় ৬ জন ৩ দিন, তুরাগ থানার মামলায় ১ জন ৩ দিন, কলাবাগান থানার মামলায় ২ জন ২ দিন, পল্টন থানার মামলায় ৭ জনকে ৫ দিন, আরেকটি মামলায় ২ জনকে ৩ দিন, মতিঝিলের মামলায় ১ জনকে ৩ দিন, আরেক মামলায় ১ জনকে ২ দিন, সূত্রাপুর থানার মামলায় ৪ জনকে ৩ দিন, বংশাল থানার মামলায় ২ জনকে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ (শুক্রবার) দুপুরে পৃথক আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বাসে আগুনের ঘটনায় মোট ১৩টি মামলা করে পুলিশ। এর মধ্যে বংশাল থানায় একটি, মতিঝিল থানায় দু’টি, শাহবাগ থানায় ২টি, পল্টন থানায় ২টি, ভাটারা থানায় ১টি, কলাবাগান থানায় ১টি ও তুরাগ থানায় মোট ১১টি মামলায় ৪৭৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ (শুক্রবার) দুপুরে বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন জানান, বৃহস্পতিবার বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ১১টি মামলা করা হয়েছে। এসব মামলায় আসামি চার শতাধিক। ইতোমধ্যে আসামিদের ২৬ জনকে গ্রফতার করা হয়েছে। গ্রেফতারদের অধিকাংশই রাজনৈতিক দলের নেতাকর্মী।
তিনি আরও বলেন, ঘটনাস্থলের ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এর আগে ঢাকা মহানগর পুলিশের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫ মিনিটে পল্টন থানাধীন বিএনপি পার্টি অফিসের উত্তর পাশে কর অঞ্চল ১৫-তে পার্কিং করা সরকারি গাড়িতে (ঢাকা-মেট্রো-জ-১১-০৪৭৪) অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
দুপুর ১টার দিকে মতিঝিল থানাধীন মধুমিতা সিনেমা হলের সামনে অগ্রণী ব্যাংকের স্টাফ বাস (ঢাকা-মেট্রো-ব-১১-৭৫১৫), ১টা ২৫ মিনিটে রমনা হোটেলের সামনে চলন্ত গাড়ি (ঢাকা-মেট্রো-গ-১৫-০৫৮৯) ভিক্টর ক্লাসিক পরিবহনে, শাহবাগ আজিজ সুপার মার্কেটের সামনে দেড়টার দিকে দেওয়ান পরিবহন (ঢাকা-মেট্রো-ঘ-১৩-১৫৭২), ২টা ১০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের উত্তর পাশে রজনীগন্ধা পরিবহন (ঢাকা-মেট্রো-ব-১২-০৬৪৪) এবং বংশাল থানাধীন নয়াবাজার এলাকায় দুপুর ২টা ২৫ মিনিটে দিশারী পরিবহনে (ঢাকা-মেট্রো-ব-১১- ৯২৫৫) অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
দুপুর ২টা ৪৫ মিনিটে পল্টন থানাধীন এলাকায় জৈনপুরী পরিবহন (চট্ট-মেট্রো-জ-১১-০৭১৮), ৩ টায় মতিঝিল থানাধীন পূবালী পেট্রল পাম্প সংলগ্ন দোতলা বিআরটিসি বাসে (ঢাকা-মেট্রো-ব-১৫-৫০০১), ভাটারা থানাধীন কোকাকোলা মোড়ে ভিক্টর ক্ল্যাসিক পরিবহনে (ঢাকা-মেট্রো-ব-১৫-৫৩২৫) দুষ্কৃতকারীরা আগুন দেয়।
ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় এসব বাসের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বেশিরভাগ গাড়ির অধিকাংশ পুড়ে যায় এবং ক্ষতিগ্রস্ত হয়। তাৎক্ষণিকভাবে থানা পুলিশের মোবাইল টিম এবং সিনিয়র অফিসাররা ঘটনাস্থল পরিদর্শন করেন। বাসে অগ্নিসংযোগের ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
Comments
comments