ঢাকাবুধবার , ৫ জানুয়ারি ২০২২
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নেতাকর্মীদের হাতাহাতি

প্রতিবেদক
Kolom 24
জানুয়ারি ৫, ২০২২ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় প্রেসক্লাবের সামানে বিএনপির মানববন্ধন কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

বুধবার (৫ জানুয়ারি) সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতেই এ ঘটনা ঘটে।

এর আগে সকাল ৯টা থেকে মানববন্ধনে যোগ দিতে প্রেসক্লাবের সামনে দলের নেতাকর্মীরা জড়ো হতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দলটির…. নেতাকর্মীদের উপস্থিতিতে সরব হয়ে ওঠে প্রেসক্লাব প্রাঙ্গণ। কর্মসূচি শুরুর পর হঠাৎ নিজেদের মধ্যে শুরু হয় হাতাহাতি। এ সময় বিএনপি মহাসচিব নেতাকর্মীদের থামানোর চেষ্টা করেন। প্রায় ২০ মিনিট ধরে হাতাহাতি চলার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে আবারও কর্মসূচি শুরু হয়।

এর আগে, গতকাল (মঙ্গলবার) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন।

Comments

comments