ভৈরবে দূর্বৃত্তের হামলায় ব্যবসায়ী জসিম (৬৫) নামে এক বৃদ্ধ হাসপাতালে বিছানায় মৃত্যু যন্ত্রণায় ছটঁফট করছে । গত বৃহস্পতিবার রাতে কালিকাপ্রসাদ বাসষ্ট্যান্ডে একটি চায়ের দোকানে চা পান করে আহত বৃদ্ধ বসে ছিল। এমন সময় রাতের আধাঁরে একদল দূবৃর্ত্ত সিএনজি চালিত অটোরিক্সা যোগে এসে হত্যার উদ্দ্যেশে তাকে এলাপাথারী কুপিয়ে মারাত্নক জখম করে। এ সময় তার ডাক চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে দূবৃর্ত্তরা পালিয়ে যায় । পরে তাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে আহত বৃদ্ধ জসিম উদ্দিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে তার পরিবারের সদস্যরা জানায়। এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। আহতের বাড়ি কালিকাপ্রসাদের আদর্শপাড়া গ্রামে বলে জানা গেছে।
আহতের ভাই আজগর মিয়া ও ভাতিজা লিটন মিয়া অভিযোগ করে জানায় , তাদের সাথে জোতের জমি নিয়ে তাদের এলাকার আদর্শপাড়া গ্রামের সিরাজুল ইসলাম ভুট্রোদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে । তাদের অত্যাচারে তারা দীর্ঘদিন ধরে বাড়ি ছেড়ে ভৈরব,গাজিপুরসহ বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকে। কিন্ত এরই জের ধরে গত বৃহস্পতিবার তার ভাইকে ভুট্রোর লোকজন হত্যার উদ্দ্যেশ্যে রাতের আধাঁরে কুপিয়ে আহত করেছে। তার ভাই এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে জানতে ভুট্রোর বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি । তবে ভুট্রোর আত্নীয় জাহাঙ্গীরের বাড়িতে গেলে জাহাঙ্গীরের স্ত্রী রোজিনা বেগম জানান তার স্বামী চট্রগামে থাকেন। হামলার ঘটনা তিনি শোনেছেন।
এ বিষয়ে ভৈরব থানার জ্যৈষ্ঠ উপ-পরিদর্শক আঃ রহমান জানান, হামলায় আহত জসিম ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় কেউ এখনো পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।