কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ৩৬ কেজি গাঁজা ও নগদ সাড়ে চার হাজার টাকাসহ মোঃ মনির হোসেন ভুইয়া (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। রোববার (০৯ এপ্রিল) সকালে ভৈরব উপজেলার দুর্জয় মোড় এলাকা থেকে তাকে আটক করে র্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের সদস্যরা। আটক মোঃ মনির হোসেন ভুইয়া ব্রাহ্মনবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দেবগ্রামের সামসুদ্দিন ভুঁইয়ার ছেলে।
র্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী রোববার (০৯ এপ্রিল) দুপুরে এসব তথ্য নিশ্চিত করে বলেন, মাদক কারবারি মনির হোসেন ভূইয়া দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ঢাকা’সহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে রোববার সকালে ভৈরব উপজেলার দুর্জয় মোড় এলাকায় অভিযান পরিচালনা করি। পরে মনির হোসেন ভূইয়ার দখলে থাকা মাইক্রোবাস তল্লাশী করে ৩৬ কেজি গাঁজা এবং নগদ চার হাজার পাঁচশত টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির হোসেন ভূইয়া মাদক কারবারের সাথে জড়িত বলে স্বীকার করেন। তার বিরুদ্ধে ভৈরব থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Comments
comments