ঢাকাশনিবার , ৩০ এপ্রিল ২০২২
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে ৮০ কেজি গাঁজা নিয়ে র‍্যাবের হাতে আটক ইমাম

প্রতিবেদক
Kolom 24
এপ্রিল ৩০, ২০২২ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ভৈরবে প্রায় ৮০ কেজি গাঁজাসহ ইমাম নামে একজনকে আটক করেছে র‍্যাব-১৪ সিপিসি-৩ এর একটি আভিযানিক দল। শনিবার (৩০ এপ্রিল) ভোরে উপজেলার নাটালের মোড়ে সিলেট-ঢাকা মহাসড়কের ঢাকাগামী লেনে অভিযান পরিচালনা করে তাকে প্রায় ৮০ কেজি গাঁজাসহ আটক করা হয়। আটককৃত ইমাম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিলোকুট গ্রামের মৃত উমর আলীর পুত্র।

র‍্যাব-১৪ সিপিসি-৩ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,  গোপন সংবাদের ভিত্তিতে ভৈরবের নাটলের মোড়ে সিলেট-ঢাকা মহাসড়কের ঢাকাগামী লেনের উপর অভিযান পরিচালনা করে ইমামকে আটক করেন।  ইমামের প্রাইভেটকার তল্লাশী করে প্রায় ৮০ কেজি  গাঁজা এবং মাদক বিক্রয়ের এক হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় প্রাইভেটকারটিও জব্দ করে র‍্যাব।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমাম জানায়, দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের  বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে।

র‍্যাব-১৪ সিপিসি-৩ কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের পিপিএম বলেন, ভৈরব মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Comments

comments