ঢাকাসোমবার , ১ আগস্ট ২০২২
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

মসজিদের সাউন্ড সিস্টেম চুরি, ছয় ঘন্টার মধ্যে চোর আটক

প্রতিবেদক
Kolom 24
আগস্ট ১, ২০২২ ১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের হোসেনপুরে মসজিদের সাউন্ড সিস্টেম চুরির অভিযোগে নাজমুল (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১ আগস্ট) এ ঘটনায় আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। নাজমুল কটিয়াদি উপজেলার করগাঁও গ্রামের দ্বীন ইসলামের পুত্র। তার বিরুদ্ধে ঢাকা মহানগর সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

জানা যায়, হোসেনপুর উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শনিবার (৩০ জুলাই) সকাল ৭ টার দিকে ওই যন্ত্রাংশ চুরির ঘটনাটি ঘটে। পরে মসজিদের খাদেম ইদ্রিস মিয়া সাউন্ড সিস্টেম দেখতে না পেয়ে মসজিদ কতর্ৃপক্ষকে জানালে মসজিদের মুয়াজ্জিন আব্দুল কাহার রতন মৌলভী পাশের আর টু আর ইন্টারন্যাশনাল নামের মোবাইল দোকানের সিসিটিভি ফুটেজ চেক করেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায় সকাল ৬:৫৮ মিনিটে চোর তার ব্যাটারিচালিত রিক্সা মসজিদ গেইটের সামনে রেখে মসজিদে প্রবেশ করে। মসজিদের ভিতরে ঢুকে মুয়াজ্জিনের কক্ষের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। সবমিলিয়ে ৩৪ মিনিট মসজিদের ভিতরে অবস্থান করে লুঙ্গি দিয়ে সাউন্ড সিস্টেম পেছিয়ে সকাল ৭:৩২ মিনিটে তার রিক্সায় তুলে পালিয়ে যায়। রবিবার (৩১ জুলাই) হোসেনপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযানে নেমে ৬ ঘন্টার মধ্যে চোরকে সনাক্ত করে কিশোরগঞ্জ জেলা শহরের চরশোলাকিয়া এলাকা থেকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুরির বিষয়টি স্বীকার করে এবং আসামীর তথ্য অনুযায়ী কিশোরগঞ্জ সদরের তারাপাশা (বয়লা) তার ভাড়া বাসা থেকে মসজিদের চুরি হওয়া যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

হোসেনপুর থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান টিটু জানান, হোসেনপুর কেন্দ্রীয় জামে মসজিদের একটি সাউন্ড সিস্টেম চুরির অভিযোগ দেওয়া হয়। পরে আমরা সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তা নিয়ে অভিযান পরিচালনা করে নাজমুলকে আটক করি এবং তার কাছ থেকে সাউন্ড সিস্টেম উদ্ধার করা হয়।

Comments

comments