ঢাকাবৃহস্পতিবার , ১২ অক্টোবর ২০২৩
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
Kolom 24
অক্টোবর ১২, ২০২৩ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

মাদ্রাসা পড়ুয়া ছাত্রী (১৩) অপহরণ মামলার প্রধান আসামি ইসমাঈলকে (২১) গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। বুধবার (১১ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শমসের নগর এলাকা থেকে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ ও র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

আটক ইসমাঈল ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সিংরইল মির্জানগর গ্রামের সোহরাব মিয়ার ছেলে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ শ্যামল মিয়া ‘আজকের পত্রিকা’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ১৬ মে বিকেল ৪টার দিকে ওই মাদ্রাসা ছাত্রী ক্লাস শেষে বাড়ি যাচ্ছিলেন। সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের বড়বাগ এলাকায় আসলে ইসমাঈল ও রনি মিয়া (২১) অজ্ঞাত কয়েকজনকে নিয়ে ভুক্তভোগী মাদ্রাসা ছাত্রীকে জোর করে অটোরিকশাতে তুলে নিয়ে যায়। এ ঘটনায় গত ১৮ মে ভুক্তভোগীর মা কিশোরগঞ্জ মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়।

পুলিশ আরও জানায়, গোপন সংবাদ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত করে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তার হয় ইসমাঈল। পরে ইসমাঈলের দেয়া তথ্য অনুযায়ী উদ্ধার করা হয় ওই ভুক্তভোগী মাদ্রাসা ছাত্রীকে।

কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ শ্যামল মিয়া বলেন, আসামি ইসমাঈলকে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Comments

comments