ঢাকাবুধবার , ২ ডিসেম্বর ২০২০
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

মানবপাচারকারী চক্রের সাথে দুইটি বিদেশি এয়ারলাইন্সের সম্পৃক্ততা

প্রতিবেদক
Kolom 24
ডিসেম্বর ২, ২০২০ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

চলতি বছর লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যার পর মানবপাচারকারীদের বিরুদ্ধে তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে ১৭১ জন। বিভিন্ন দেশে পলাতক আরো অন্তত ২’শ সদস্য। এদের মধ্যে ৬ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। এই চক্রের সাথে দুইটি বিদেশি এয়ারলাইন্সের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি।

চলতি বছরের মে মাসে লিবিয়ায় যে ৩০ জন অভিবাসীকে গুলি করে হত্যা করা হয় তার মধ্যে ২৬ জনই ছিলো বাংলাদেশি।

এ ঘটনায় গোটা বিশ্বে সমালোচনার ঝড় ওঠে। মানবপাচারকারীদের ধরতে তৎপর হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশের বিভিন্ন থানায় মোট মামলা হয় ২৬টি। যার মধ্যে ২৫টির তদন্ত করছে সিআইডি। মানবপাচারে জড়িত থাকার অপরাধে এখন পর্যন্ত সিআইডি গ্রেফতার করেছে ১৭১ জনকে। এদের মধ্যে ৪২ জন দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। এই চক্রের আরো প্রায় ২’শ জন বিভিন্ন দেশে পলাতক বলে জানিয়েছে সিআইডি প্রধান মাহবুবুর রহমান।

সম্প্রতি মানবপাচার চক্রের মূল হোতাদের মধ্যে পলাতক ৬ বাংলাদেশির বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। আর তদন্তে এই চক্রের সাথে দুইটি বিদেশি এয়ারলাইন্সের সম্পৃক্ততাও পেয়েছে সিআইডি।

এই চক্রের সাথে যারাই জড়িত থাক না কেন সবাইকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হবে বলেও জানান সিআইডি প্রধান।

Comments

comments