হংকংয়ের গণতন্ত্রপন্থীদের নির্যাতনের অভিযোগে কমপক্ষে একডজন চীনা কর্মকর্তার উপর নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শেষ সপ্তাহে বেইজিংয়ের ওপর মার্কিন চাপ বজায় রাখতে এই পদক্ষেপ নেয়া হচ্ছে।
হংকংয়ে গত মাসে বিরোধী দলের চার পার্লামেন্ট মেম্বারকে আইনসভা থেকে বহিষ্কার করে। এর পরিপ্রেক্ষিতে চীন-নিয়ন্ত্রিত অঞ্চলটির গণতন্ত্রপন্থী বিরোধী সদস্যরা গণপদত্যাগ করেন। এই পদক্ষেপে পশ্চিমা দেশগুলো উদ্বেগ জানায়।
অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা, নিউজিল্যান্ড এবং যুক্তরাষ্ট্র এই পদক্ষেপকে সমালোচকদের মুখ বন্ধ করার একটি অংশ বলে জানায়। তাদের দাবি, বেইজিং গণতন্ত্রের উল্টো পথে হাঁটছে।
Comments
comments