ঢাকাশুক্রবার , ১৪ জানুয়ারি ২০২২
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

মা হচ্ছেন প্রিয়াঙ্কা!

প্রতিবেদক
Kolom 24
জানুয়ারি ১৪, ২০২২ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

জনপ্রিয় বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ব্যক্তিগত জীবনে মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ে করেছেন। বেশ সুখেই কাটছে তাদের দাম্পত্য জীবন।

বিয়ের পর থেকে বেশ কয়েকবার প্রিয়াঙ্কার মা হওয়ার গুঞ্জন শোনা গেছে। কিন্তু শেষ পর্যন্ত তা গুঞ্জন পর্যন্তই সীমাবদ্ধ থেকেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তার পরিবার পরিকল্পনা নিয়ে কথা বলেছেন প্রিয়াঙ্কা। এই অভিনেত্রী বলেন, ‘আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার বড় একটি অংশে সন্তান নেওয়ার ব্যাপারটি রয়েছে। সৃষ্টিকর্তার কৃপায় যখন হওয়ার এটি হবে।

ব্যক্তিগত জীবনে প্রিয়াঙ্কা ও নিক দু’জনই কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকেন। এর মধ্যে সন্তান নেওয়ার পরিকল্পনা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘না, আমরা এতটা ব্যস্ত নয় যে প্রথা মানব না। সন্তান নিলে কাজ কমিয়ে দেবো। আমার এতে সমস্যা নেই। আমাদের দু’জনেরই এতে কোনো সমস্যা নেই।’

এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি অনলাইন সংবাদমাধ্যমে নিক জোনাস বলেছেন, ‘প্রিয়াঙ্কা আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। আমরা একে অপরকে পেয়ে সত্যি ধন্য! আমাদের সম্পর্কের ভিত্তি খুব মজবুত। প্রত্যাশা করছি, আমরা অনেক সন্তানের বাবা-মা হতে পারব।’

২০১৭ সালে মেট গালার লাল গালিচায় একসঙ্গে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা ও নিক জোনাস। এরপর তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়। ২০১৮ সালের ১ ডিসেম্বর যোধপুরের উমেদ প্যালেসে খ্রিষ্টান মতে প্রিয়াঙ্কা-নিকের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। পরের দিন হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই জুটি।

Comments

comments