মিনি ট্রাক দিয়ে নিয়ে যাচ্ছিলো ৪৫ কেজি গাঁজা। বাঁধ সাধে র্যাব-১৪, সিপিসি-৩। কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া মেঘনা সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে তল্লাশি অভিযান পরিচালনা করে মোঃ হাসান মিয়াকে ৪৫ কেজি গাঁজাসহ আটক করা হয়। হাসান মিয়া (১৯) ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা উপজেলার শ্যামবাড়ি এলাকার বরকত মিয়ার পুত্র।
র্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বিভিন্ন অভিনব কায়দায় গাঁজা পাচার করে। সত্যতা নিশ্চিত করে ভৈরব-ময়মনসিংহ সড়কের ময়মনসিংহ গামী লেনের উপর তল্লাশী অভিযান পরিচালনা করে মোঃ হাসান মিয়াকে ৪৫ কেজি গাঁজা, মিনি ট্রাক এবং ২৪টি মাছের ড্রামসহ আটক করা হয়।
র্যাব-১৪ সিপিসি-৩ কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের পিপিএম বলেন, ভৈরব মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Comments
comments